কানাইঘাটের বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজ পূর্বের কানাইঘাট মহিলা কলেজ নামে ফিরেছে। এ কলেজের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জনাব মো: বদরুজ্জামান ইকবাল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কানাইঘাট।অর্থ দাতার মধ্যে অন্যতম জানাব বুলবুল মো: খালেকুজ্জামান। আমরা তার নেক হায়াত কমনা করি।
বর্তমান ছবি; কানাইঘাট মহিলা কলেজ।
0 Comments