Ticker

6/recent/ticker-posts

উজ্জ্বল সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করায় তোমার জন্য আমরা গর্বিত।

 


সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের সাতপারি গ্রামের (বড়বাড়ি)  কৃতি সন্তান হাসান আল বান্না (তাহসিন)  Islamic University of Technology (IUT-OIC) থেকে BSc in civil  Engineering বিষয়ে (1st class) পেয়ে  উত্তীর্ণ হয়েছে।  সে কানাইঘাট উপজেলার সাবেক ভাইস  চেয়ারম্যান ও কানাইঘাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব  বদরুজ্জামান ইকবাল ও হেলেনা আক্তারের প্রথম সন্তান। 

 উজ্জ্বল সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি অর্জন  করায়  তোমার জন্য আমরা গর্বিত।  


তোমার কৃতিত্বপূর্ণ স্নাতক ডিগ্রি অর্জনের  জন্য  তোমাকে  আন্তরিক শুভেচ্ছা। তোমার জীবনে সার্বিক সাফল্য ও সুখ বয়ে আনুক। শুভকামনা!

Post a Comment

0 Comments